• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন |

সুমন-তুষির নতুন সিনেমা আসছে

**হাওয়ার পর ফের সুমন-তুষি, আসছে নতুন সিনেমা**

লম্বা সময় ধরে ছোট পর্দায় অভিনয় আর বিজ্ঞাপন নির্মাণ করছেন মেজবাউর রহমান সুমন। ছোট পর্দা থেকে বড় পর্দায় প্রবেশ করেন ‘হাওয়া’ দিয়ে। ২০২২ সালে মুক্তি পাওয়ার পর দেশে-বিদেশে ছবিটি প্রশংসা আর ব্যবসায়িক সফলতা পায়। ছবিটির মূল চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন নাজিফা তুষি। ‘হাওয়া’ মুক্তির দুই বছর পরে আবার সুমনের সিনেমায় দেখা যাবে নাজিফা তুষিকে।

কিন্তু পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান আর অভিনয়শিল্পীরা কেউই এ বিষয়ে কথা বলতে চাচ্ছেন না। তবে শুটিং ইউনিটের সূত্রে জানা গেছে, সিলেটে ইতিমধ্যে নাজিফা তুষিকে নিয়ে নতুন ছবির শুটিং শুরু করেছেন মেজবাউর রহমান। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মোস্তাফিজুর নূর ইমরান। প্রাথমিকভাবে জানা গেছে, সুমন পরিচালিত ছবিটির নাম ‘রইদ’।

খোঁজ নিয়ে জানা গেছে, মেজবাউর রহমানের ‘রইদ’ ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছিল। সে সময় প্রযোজক ছিলেন জয়া আহসান। তবে এখন সিনেমাটির নতুন প্রযোজক বেঙ্গল ক্রিয়েশন্স। সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শ্রীমঙ্গলে ছবিটির একটি অংশের শুটিং শেষ হচ্ছে। তবে সিনেমার শুটিং শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চান না সংশ্লিষ্টরা।

এর আগে এক মাস আগে প্রথম আলোকে নাজিফা তুষি বলেছিলেন, “কাজ করছি। কিন্তু কাজের কিছু বলতে পারব না। কবে, কখন মুক্তি পাবে, তা নিয়ে কিছুই জানি না। আমার কাজ শেষ। ছবি করেছি, করব, হবে, হচ্ছেও। সব রকম প্রক্রিয়ার মধ্যে আছি। অতীত, বর্তমান, ভবিষ্যৎ—সব দিকেই আছি। হচ্ছে, হবে, চলমান।”

কাজ নিয়ে জানতে চাইলে কেন এত রহস্যময় উত্তর দিচ্ছেন, এমন প্রশ্নে তুষি বললেন, “ছবি নিয়ে কিছু বলা বারণ। এ কারণে আমিও কিছু খোলাসা করতেও পারছি না। আমিও হাঁপিয়ে উঠেছি। আমারও কিন্তু কাজের খবর জানাতে ইচ্ছা করে। ভক্তরাও অপেক্ষা করেন। সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, একটা কাজ শেষ করছি। আশাবাদী, কারণ ভালো হয়েছে। যাঁর সঙ্গে কাজ করেছি, তিনি আমার পছন্দের পরিচালক।”

সব বলেও কিছুই বললেন না তুষিমেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র পর অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন নাজিফা তুষি। তবে কাকে হ্যাঁ বলেছেন, সে বিষয়ে কিছুই বলছেন না। জানতে চাইলে তিনি একটাই উত্তর দিচ্ছেন, “এখনই সিনেমা নিয়ে কোনো তথ্য দিতে পারব না। প্রযোজক-পরিচালকেরা সময়মতো জানাবেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *