• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন |

নাকফুলের আগমন অতিসম্প্রতি

“নাকফুল” ছবি মুক্তির অপেক্ষায়

প্রায় আড়াই বছর আগে সমাপ্ত হওয়া “নাকফুল” ছবিটি এখনও মুক্তির দেখা পায়নি। তবে গতকাল মঙ্গলবার পরিচালক অলোক হাসান প্রথম আলোকে জানান, “নাকফুল” মুক্তির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের ভ্যালেন্টাইন ডে’তে প্রেক্ষাগৃহে দেখা যাবে দর্শকদের।

পূজা চেরী ও আদর আজাদ অভিনীত “নাকফুল” ছবির গল্প লিখেছেন ফেরারী ফরহাদ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটানা ২০ দিন ধরে চলে ছবিটির শুটিং। এরপর ঢাকায় এর কাজ শেষ হয়।

ছবির কাহিনী সম্পর্কে পূজা চেরী বলেন, “‘নাকফুল’ একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গয়না। আশা করি, দর্শক ভালো গল্পের একটি সিনেমা উপহার পেতে যাচ্ছেন।”

আবারও নতুন ছবিতে জুটি হচ্ছেন পূজা-আদর।

আদর আজাদ বলেন, “সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। খুবই অসাধারণ একটি গল্প। গ্রামের সহজ-সরল প্রতিবাদী এক যুবকের চরিত্রে আমাকে দেখা যাবে। আমার নাম রাজু। গ্রামের একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়। তারপর তার সঙ্গে তৈরি হয় সম্পর্ক। ঘটতে থাকে নানা ঘটনা। আশা করি, এ সিনেমার গল্পটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।”

পরিচালক অলোক হাসান বলেন, “আমাদের ছবিটি ভালোবাসার। চমৎকার প্রেমের গল্প। ভ্যালেন্টাইন ডে’তে মুক্তি দিতে পারলেই বেশি ভালো। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠানও আগামী বছরের ভ্যালেন্টাইন ডে’তে মুক্তি দিতে চাইছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *