অভিনেত্রী পরীমনি তার পোষা কুকুরছানাকে ঘিরে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। ১০ বছরের পুরানো পুটু নামের ওই কুকুরছানাটি সাম্প্রতিক সময়ে অবহেলিত হচ্ছিল। পরী নিজেই স্বীকার করেছেন তিনি ভুল করেছেন।
তার ছেলে পুণ্যের জন্মের পর থেকেই পুটুর সঙ্গে তার দূরত্ব তৈরি হতে শুরু করে। পুণ্যের নিরাপত্তার কথা ভেবে তিনি পুটুকে তার থেকে দূরে রাখতেন। কিন্তু এটি ছিল তার ভুল। আজ সেই ভুলের কথা স্বীকার করে প্রকাশ্যে অনুশোচনা জানিয়েছেন পরী। পোস্টে তিনি লিখেছেন,’ আমার ছেলে যা দেখবে, তাই শিখবে!’
শিশুরা যেকোনো কিছু খুব দ্রুত আয়ত্ত করে ফেলে এবং তাদের আচরণেও এর প্রতিফলন ঘটে। পুটুর সঙ্গে তার ছেলের দূরত্ব কারণেই এখন দুটির মধ্যে মায়া বা সখ্যতা গড়ে উঠতে সময় লাগছে। পরী এখন ধীরে ধীরে তার ছেলেকে পুটুর সঙ্গে বন্ধুত্ব করার সুযোগ দিচ্ছেন।